ঔষধ ও কমমেটিকস বিল পরীক্ষা করবে সংসদীয় সাব কমিটি
জাতীয় সংসদে উত্থাপিত ‘ঔষধ ও কসমেটিকস বিল-২০২৩’ অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য তিন সদস্যের সাব কমিটি গঠন করা হয়েছে।
সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আফম রুহুল হককে আহ্বায়ক করে গঠিত সাব কমিটিতে মো. আব্দুল আজিজ ও সৈয়দা জাকিয়া নূরকে সদস্য রাখা হয়েছে।
বুধবার (২৪ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সাব কমিটি গঠন করা হয়।
সংসদীয় কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মুহিবুর রহমান মানিক, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, রাহগির আলমাহি এরশাদ ও আমিরুল আলম মিলন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে আলোচনা শেষে গঠিত সাব কমিটির মতামতের ভিত্তিতে ‘ঔষধ ও কসমেটিকস বিল-২০২৩’ এর উপর সুপারিশ চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ৬ এপ্রিল মানহীন ও নকল কসমেটিকস বাজারজাত ঠেকাতে সংসদে ওই বিলটি উত্থাপন করা হয়।
জানা যায়, বিদ্যমান ঔষধ আইনে কসমেটিকস শব্দটি যুক্ত করে ‘ঔষধ ও কসমেটিকস’ বিলে ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টি ও বেশি মুনাফার লোভে মজুত করলে ১৪ বছর জেল ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
এ ছাড়া, কসমেটিকসের ব্যবসা করতে হলে ঔষধ প্রশাসন থেকে লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে।
এনএইচবি/এমএমএ/