সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, পিএইচডি বুধবার (২৬ এপ্রিল) ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ভারত গমন করেন।
সফরকালে তিনি ভারতের চেন্নাইতে অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমিতে কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করবেন।
এ সফরকালে তিনি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধানগণ ছাড়াও চিফ অব ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা সচিব ও পররাষ্ট্র সচিবসহ অন্যান্য ঊধর্¡তন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
এ ছাড়া, এই সফরে তিনি ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের উদ্যোগে বিগত দুই বছরে বাংলাদেশ এবং ভারত সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ এপ্রিল ভারত হতে দেশে ফিরবেন।
দেশের ৪০ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, ৪০ জেলার মধ্যে ২ জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাকি ৩৯ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, যশোর ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী বিভাগের বাকি সাত জেলা ও খুলনা বিভাগের বাকি ৯ জেলা এবং ঢাকা ও বরিশাল বিভাগের সব জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস বলছে, আজ শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে সামান্য কমতে পারে।
এ ছাড়া আগামীকাল রবি ও পরদিন সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই দুই দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে সামান্য বাড়তে পারে।
সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় সামান্য পরিবর্তন হতে পারে।
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল রোববার বৈঠকে বসছেন জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ (শনিবার) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ওইদিন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত টেলিফোন বা ফ্যাক্স নম্বরে তথ্য জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ অথবা ০২-৪১০৫০৯১৭) কিংবা ফ্যাক্স নম্বরে (০২-২২৩৩৮৩৩৯৭ বা ০২-৯৫৫৫৯৫১)। এছাড়া, সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা যাবে।
বাংলাদেশের হয়ে নিজের অভিষেক ম্যাচ খেলতে এই মাসেই দেশের মাটিতে পা রেখেছিলেন হামজা চৌধুরী । জাতীয় দলের অভিষেক ম্যাচটা অবশ্য শেষ হয়েছে খানিকটা হতাশাতেই।
ভারতের বিপক্ষে ড্র করে আবার ইংল্যান্ডেই ফিরে গেছেন হামজা। ক্লাব ফুটবলে ফিরেই জয়ের ধারায় ফিরলেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ইংলিশ চ্যাম্পিয়নশিপে কভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে শেফিল্ড।
এ ম্যাচ জিতে লিডস ইউনাইটেডকে পেছনে ফেলে শীর্ষেও উঠে এসেছে শেফিল্ড। এ ম্যাচেও যথারীতি দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছেন হামজা। ম্যাচের শেষ দিকে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় তাঁকে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানিয়েছেন শেফিল্ডের সমর্থকেরা।
ঘরের মাঠ ব্রামাল লেনে শুরু থেকেই উজ্জ্বল ছিল শেফিল্ড। মাত্র ১৯ মিনিটে গাস হ্যামারের দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে এগিয়ে যায় তারা। এরপর ৩০ মিনিটে দলটির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন টাইরেসে ক্যাম্পবেল।
এই গোলে আক্রমণের শুরুতে ভূমিকা ছিল হামজার। বিরতির পর ৬২ মিনিটে ব্যবধান ৩-০ করেন রিয়ান ব্রেওয়েস্টার। যোগ করা সময়ে কভেন্ট্রির হয়ে জ্যাক রুদোনি একটি গোল শোধ করলেও সেটি ছিল শুধুই সান্ত্বনা। এ জয়ে শীর্ষে ওঠা শেফিল্ডের পয়েন্ট এখন ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট।
হ্যামারের দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে এগিয়ে যায় শেফিল্ড। ছবি: সংগৃহীত
শেফিল্ডের মৌসুমের অন্যতম সেরা পারফর্ম করা ম্যাচে বাংলাদেশি তারকা হামজা ছিলেন দুর্দান্ত। শেফিল্ডের মিডফিল্ড দখলে রাখতে দারুণ ভূমিকা ছিল তাঁর। আক্রমণভাগ ও রক্ষণের সঙ্গে সংযোগ তৈরির ক্ষেত্রেও হামজা ছিলেন অনন্য। ভাগ্য ভালো হলে ম্যাচে গোলও পেয়ে যেতে পারতেন হামজা। বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শট অল্পের জন্য গোল হয়নি।
তবে গোল না পেলেও এ ম্যাচে হামজার পারফরম্যান্স ছিল মুগ্ধতা জাগানোর মতোই। ম্যাচে ৪৮ বার বল স্পর্শ করা হামজা ফাইনাল থার্ডে পাস দিয়েছেন ৩টি। তাঁর দেওয়া তিনটি লং বলের দুটিই ছিল নিখুঁত। দুটি ট্যাকল করে জিতেছেন দুবারই। ডুয়েলেও তিনটির মধ্যে দুটিতে জিতেছেন হামজা।
এ ছাড়া ম্যাচে দুর্দান্ত একটি ব্লকও করেছেন হামজা। সব মিলিয়ে পারফরম্যান্সের জন্য তাঁকে ৭.৫ রেটিং দিয়েছে ফুটবলভিত্তিক পোর্টাল ফুটমব। পরিসংখ্যানের হিসাব বাদ দিলেও মাঠে হামজা ছিলেন অনন্য।
হামজার দল শেফিল্ড পরের ম্যাচ খেলবে আগামী ৫ এপ্রিল শনিবার। সেদিন রাত আটটায় অক্সফোর্ড ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।