আপনারা বিদেশিদের দিয়েও বকবক করান, সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

আপনারা (সাংবাদিক) নিজেরা বকবক করেন, বিদেশিদের দিয়ে বকবক করান। নির্বাচন নিয়ে প্রশ্ন করায় এভাবেই সাংবাদিকদের প্রতি ক্ষোভ ঝাড়লেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
সোমবার (২৪ এপ্রিল) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দেশ সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এভাবে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আট মাস পরে নির্বাচন। এগুলো নিয়ে হইচই। দেশে আর কোনো কাজ নাই? অনেক কিছু দেশে আছে। জলবায়ু, এমপ্লয়মেন্ট চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের শেষ নেই। আপনারা এগুলো না বলে শুধু বকবক করেন। শুধু নির্বাচন নিয়ে। এটা খুব দুঃখজনক।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমার কাছে খুব দুঃখজনক মনে হয়। আপনারা নিজেরা বকবক করেন, বিদেশিগুলারে দিয়ে বকবক করান।’
সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। অবাধ ও সুষ্ঠু করার জন্য যে ধরনের ইনস্টিটিউশন করার দরকার সেগুলো প্রতিষ্ঠিত করেছি।
তবে সরকার শুধু চাইলে, নির্বাচন কমিশন চাইলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দল বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় কি না, সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন রাখেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি বিএনপিকে জিজ্ঞেস করেন তারা কমিটেড কি না অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে। সব দল যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কমিটমেন্ট দেয় তবেই সুন্দর ও স্বচ্ছ নির্বাচন হবে। নির্বাচন কমিশন স্বচ্ছ নির্বাচন দিতে প্রস্তুত। বাকি রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনেন।’
আরইউ/এমএমএ/
