পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৪ কোটি টাকা

পদ্মা সেতুতে বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে শুক্রবার (২১ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত মাওয়া প্রান্ত থেকে সেতু পার হয়েছে ৮ হাজার ৮৭৩টি মোটরসাইকেল। আর সেতুর জাজিরা প্রান্ত থেকে ঢাকায় ঢুকেছে ৩ হাজার ১৬৯টি মোটরসাইকেল।
শুক্রবার (২১ এপ্রিল) সেতু বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেতুতে মোটরসাইকেল উন্মুক্ত করে দেওয়ার পর মোট ১২ হাজার ৪২টি মোটরসাইকেল পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ১২ লাখ ৪ হাজার ২০০ টাকা।
আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবারর রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু পার হয়েছে ৩৪ হাজার ২৬৮টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা।
উল্লেখ্য, গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেওয়া হয়। ওইদিন রাতেই মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু এবং সেতুতে বিশৃঙ্খলা হলে ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়। পরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা মানুষের উদ্দেশে মোটরসাইকেলের জন্য খুলে দেওয়া হয়।
কেএম/এমএমএ/
