সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর তৃতীয় জানাজা অনুষ্ঠিত
বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় জানাজা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ২টা ৩৭ মিনিটে অনুষ্ঠিত হয়।
প্রথম জানাজা তার ধানমন্ডি বাসায়, দ্বিতীয় জানাজা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। পৌনে ১টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করা হয়। গার্ড অব অর্নার শেষে মরদেহ সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে আসা হয়। পরে দুপুর ২টা ৩৭ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দিন জানাজার নামাজে ইমামতি করেন।
জানাজায় বিভিন্ন দলমত নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
এমএইচ/এমএমএ/