ঈদের ছুটি একদিন বাড়ল
আসন্ন ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানো হয়েছে। পবিত্র শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা দিয়েছে সরকার। ফলে এবারের ঈদে ৫ দিন ছুটি মিলছে।
সোমবার (১০ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, মানুষের ভ্রমণ যেন স্মুথ হয় সেজন্য ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে।
এবারের ঈদের তিন দিনের সরকারি ছুটির মধ্যে দুই দিনই পড়েছে সাপ্তাহির ছুটি শুক্র ও শনিবারের মধ্যে। গত ২৪ মার্চ থেকে রমজান শুরু হয়েছে। রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে সরকার ছুটির তালিকা করেছিল।
ছুটির তালিকা করা হয় ২১ থেকে ২৩ এপ্রিল। এর মধ্যে ২১ ও ২২ তারিখ সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে পড়ে। এর আগে ১৯ এপ্রিল (বুধবার) শবে কদরের ছুটি। শবে কদরের ছুটির পরদিন ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। তবে এবার এ দিনটিও ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ঈদের ছুটি দাঁড়াল ৫ দিনে।
এদিকে রমজান মাস যদি ৩০ দিনে হয় তাহলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রবিবার)। সেক্ষেত্রে ছুটিও একদিন বাড়বে।
এসজি