মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন স্থগিত
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) নির্বাচন করার উদ্দেশে গঠিত নির্বাচন কমিশনের ৮ম সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনার রঞ্জিত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ মার্চ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং জেলা, মহানগর ও উপজেলা কমান্ড কাউন্সিলসমূহের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ মে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ৫ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করার কথা ছিল। ৯ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, প্রার্থীতা বাতিল আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে ১১ এপ্রিল সকাল ১০টা থেকে বিজাল ৩টা পর্যন্ত।
আপিল নিষ্পত্তির তারিখ ১৩ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের সর্বশেষ তারিখ ১৬ এপ্রিল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৭ এপ্রিল ও ১৮ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
১৩ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবার কথা ছিল।
এনএইচবি/এমএমএ/