ভোটের বড় চ্যালেঞ্জ রাজনৈতিক সংকট: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএম বা ব্যালট নয়, ভোটের বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক সংকট।
নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেছেন, কাউকে জোর করা হবে না, তবে সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনতে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন গত সোমবার ইভিএম থেকে সরে এসে সংসদ নির্বাচনে ব্যালটে ভোট করার সিদ্ধান্ত নেওয়ার তিন দিনের মাথায় সিইসি কমিশনের ব্যাখ্যা তুলে ধরতে সাংবাদিকদের মুখোমুখি হন।
নির্বাচন ভবনে ব্রিফিংকালে চার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
সিইসি বলেছেন, কোনো দলকে ভোটে আনতে বা কারও চাপে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইভিএম নিয়ে দ্বিধাবিভক্ত নির্বাচন কমিশন সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালেট ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে ভোটে আসতে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে আলোচনা করে সংকট নিরসন করা। বড় কোনো দল নির্বাচনে না এলে তা লিগ্যালি সিদ্ধ হলেও পুরো লেজিটিমেট হবে না।’
সে জন্য বিএনপিসহ সংলাপ বর্জন করা দলগুলোকে ভোটে আসার আহ্বান জানানো অব্যাহত থাকবে, যোগ করেন সিইসি।
হাবিবুল আউয়াল বলেন, কাউকে জোর করে ভোটে আনার বিষয়টি কমিশনের নয়। দলগুলোকে ভোটে আসতে শেষ পযন্ত আহ্বান অব্যাহত থাকবে। আগাম নির্বাচনের কোনো প্রস্তুতি নেই। এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে চলছে।
এনএইচবি/আরএ/এমএমএ/
এনএইচবি/আরএ/