নকল কসমেটিকস পণ্য বিক্রি করলে ব্যবস্থা: ভোক্তা অধিদপ্তর
কোনো দোকানে নকল কসমেটিকস পণ্য উৎপাদন এবং বিপণন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।
তিনি বলেন, ‘ঈদকে সামনে রেখে বাজারে ভেজাল ও নকল কসমেটিকস পণ্যে ভরে গেছে। কিন্তু এটা কোনোক্রমেই হতে দেওয়া যাবে না। কোনো দোকানে এসব পণ্য কোনোভাবেই বিক্রি করা যাবে না।’
বুধবার (৫ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে ভোক্তা অধিদপ্তরের সম্মেলন কক্ষে কসমেটিকস পণ্য আমদানিকারক, বাজারজাতকারী ও ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী রবিবার থেকে বাজারে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হবে। কোনো মার্কেটে এসব নকল পণ্য ধরা পড়লে সংশ্লিষ্ট মার্কেট কমিটি দায়ী থাকবে। তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মনজুর শাহরিয়ার, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বশির উদ্দিনসহ অন্য ব্যবসায়ীরা।
সভায় মহাপরিচালক বলেন, ‘এর আগেও আপনাদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছিল। কারণ, বিভিন্ন বাজারে অভিযান করে আমাদের কাছে তথ্য আছে, আমদানিকৃত পণ্যে মোড়কজাতকরণ বিধিমালা অনুসারে আমদানিকারকের তথ্য, মেয়াদ উত্তীর্ণ ও উৎপাদনের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্যসহ প্রয়োজনীয় তথ্য থাকে না।’
সামনে ঈদ আসছে। একে কেন্দ্র করে আবার বাজারে নকল পণ্যের সমাগম ঘটছে। একে অবশ্যই বন্ধ করতে হবে।
এ সময় মৌলভীবাজারের বশির উদ্দীন বলেন, ভেজালকারীদের অল্প জরিমানা না করে বেশি করে জরিমানা করতে হবে। প্রয়োজনে ব্যবসা বন্ধ করে দিতে হবে। তাহলে তারা আর এ কাজে জড়াবে না।
এফবিসিসিআই থেকেও ভেজালবিরোধী অভিযানে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
জেডএ/এমএমএ/