বাংলাদেশ চীনা ঋণের ফাঁদে পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ কখনোই চীনা ঋণের ফাঁদে পড়বে না। কারণ বাংলাদেশের বেশিরভাগ ঋণ আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠনগুলো থেকে নেওয়া।
শনিবার (১১ মার্চ) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী বিজনেস সামিটের প্রথম দিনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের বিজনেস বিভাগের সম্পাদক রিচার্ড কোয়েস্টের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এ কথা জানান।
বাংলাদেশ চীনা ঋণের ফাঁদে পা দিয়েছে এটা ভুল কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশভিত্তিক বিবেচনায় বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ নিয়ে থাকে জাপান থেকে। চীনের সঙ্গে বাংলাদেশের ভালো ব্যবসায়িক সম্পর্ক আছে। কিন্তু বাংলাদেশ চীনা ঋণের ভারে ন্যুব্জ না।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে করা সিএনএন সাংবাদিকের এক প্রশ্নের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয় একটি দেশ। যখনই মানবতার প্রশ্ন উঠেছে বাংলাদেশ নির্যাতিত দলের পক্ষে দাঁড়িয়েছে। অ ন্যায্য কোনো জোট গঠনে বাংলাদেশ আগ্রহী নয়।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ১৪ বছর ধরে ক্ষমতায় থাকলেও জনগণকে নতুন নতুন ভিশন দেখাচ্ছি। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের পর এবার আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ।’
আগামী নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিটি নির্বাচনে নিরপেক্ষ লড়াই হবে। যারা চায় তারাই নির্বাচনে যোগ দিতে পারবেন। এমনকি বিরোধীদলগুলো আমাদের সঙ্গে সংলাপে বসতে চাইলেও আমরা প্রস্তুত আছি।’
আরইউ/এমএমএ/
