বুধবার, ১৯ মার্চ ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন বাবর

লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ছবি: সংগৃহীত

অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে বাবরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। ওই দিন বাবরের গুলশানের বাসার শোবার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরের ৩ জুন রাজধানীর গুলশান থানায় এ মামলা হয়।

বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইবুন্যাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন।

এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে ২০০৭ সালেই আপিল করেন। সেই আপিলের শুনানি শেষে আজ বুধবার রায়ের জন্য দিন রাখা হয়।

এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। সেই সব মামলা থেকে খালাস ও জামিনের পর ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। তিনি প্রায় ১৭ বছর কারাবন্দি ছিলেন।

Header Ad
Header Ad

এসএসসির নতুন রুটিন প্রকাশ, পেছাল গণিত পরীক্ষা

ছবি: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের গণিত পরীক্ষার তারিখ এক দিন পেছানো হয়েছে। পূর্বঘোষিত ২০ এপ্রিলের পরিবর্তে এ পরীক্ষা আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (১৮ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন এই রুটিন প্রকাশ করেছে। পূর্বে ইস্টার সানডের ছুটির দিনে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা নিয়ে নানা আলোচনার পর বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী, ২০২৫ সালের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে আগামী ১০ এপ্রিল থেকে এবং শেষ হবে ১৩ মে।

পরীক্ষার সময়সূচি:

- শুরু: বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে।
- শেষ: বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে।
- সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
- ব্যবহারিক পরীক্ষা: ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

নতুন রুটিন প্রকাশের ফলে পরীক্ষার্থীরা তাদের প্রস্তুতি পরিকল্পনা পুনর্গঠন করতে পারবে।

Header Ad
Header Ad

এশিয়ান কাপে বাংলাদেশের সব ম্যাচ খেলবেন হামজা চৌধুরী

হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবলের প্রতিভাবান তারকা হামজা চৌধুরী নিশ্চিত করেছেন, তিনি এশিয়ান কাপের সব ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এশিয়ান কাপে ভারত, সিঙ্গাপুর এবং হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে তিনি বাংলাদেশের ৮ নম্বর জার্সি পরে খেলবেন। তার এই ঘোষণার ফলে বাফুফের দুশ্চিন্তা দূর হয়েছে এবং তারা এখন নিশ্চিন্তে পরিকল্পনা করতে পারবে।

হামজা সম্প্রতি সিলেটের স্নানঘাটে তার পরিবারে এসেছিলেন। তিনি তার বাবা, দেওয়ান মোরশেদ চৌধুরীর গ্রামের বাড়িতে একদিন অবস্থান করেছেন এবং গ্রামবাসীদের ঈদ উপহার হিসেবে টাকা বিতরণ করেছেন। এ সময়, গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হামজা জানান, "আমি সব ম্যাচ খেলব। চাইরটা খেলা অইব। আমি খেলব, বাংলাদেশের জন্য খেলব।"

এছাড়া, যখন তার অধিনায়ক হওয়ার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, তিনি তা প্রত্যাখ্যান করেন। হামজা বলেন, "না না, অধিনায়ক হমু না। কেন্টেইন হওয়া লাগব না। আমি এমনিই খেলব।" হামজা আরও জানান, তার ফোকাস শুধু দেশের জন্য ফুটবল খেলা, অধিনায়কত্বের ব্যাপারে তার কোনো মাথাব্যথা নেই।

হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

হামজা চৌধুরী ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেড ক্লাবের ফুটবলার। সম্প্রতি, তিনি ইংল্যান্ড থেকে বাংলাদেশে ফিরেছেন এবং সিলেটে বিশ্রামের সুযোগ না পেয়ে তার গ্রামে ফিরে আসেন। হামজা যখন গ্রামে টাকা বিতরণ করছিলেন, তখন সেখানে হাজার হাজার মানুষ তাকে দেখতে এসেছিল। গ্রামবাসী তাকে আথিতি করে হাত নেড়ে বিদায় জানায়, এবং হামজাও হাসি মুখে তাদের শুভেচ্ছা গ্রহণ করেন।

গ্রাম থেকে ফেরার পথে, পুলিশ স্কটসহ দ্রুতগামী গাড়িতে হামজাকে সিলেট বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। স্নানঘাটে এর আগে হামজাকে নিয়ে এত উৎসাহ দেখা যায়নি, কিন্তু বর্তমানে তার দেশে ফিরে আসার পর থেকে তার প্রতি মানুষের উন্মাদনা স্পষ্টভাবে বেড়ে গেছে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য হামজা চৌধুরীর এই প্রতিশ্রুতি অনেক বড় আশা জাগিয়েছে, বিশেষ করে যখন তিনি বললেন যে, "আমি সব ম্যাচ খেলব, বাংলাদেশের জন্য খেলব।"

Header Ad
Header Ad

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ‍বুধবার (১৯ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে, সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টা'কে অবহিত করেন। পাশাপাশি, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন।

আলোচনাকালে, সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর এর বিষয়ে প্রধান উপদেষ্টা'কে অবহিত করেন। এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্কোন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও, সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিবিধ কারণে চাকুরীচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদ-এর অগ্রগতির বিষয়ে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পরিশেষে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

এসময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এসএসসির নতুন রুটিন প্রকাশ, পেছাল গণিত পরীক্ষা
এশিয়ান কাপে বাংলাদেশের সব ম্যাচ খেলবেন হামজা চৌধুরী
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
ঈদযাত্রার দিন থেকে কর্মবিরতির হুমকি রেলওয়ের গেটকিপারদের
রোজা রেখেই স্পেনের হয়ে খেলবেন লামিনে ইয়ামাল
‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
বাদুড়ের শরীরে মিলল নতুন ভাইরাস, ঝুঁকি এখনও অজানা
২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল
স্ত্রীর মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন স্বামীও
স্কুলছাত্রীকে ধর্ষণ, বোরকা পরে পালানোর সময় আটক শাহ্ আলম
১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন বাবর
বগুড়ার সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
‘কেবল শুরু’ বলে ভয়ংকর হত্যাযজ্ঞের সতর্কবার্তা দিলেন নেতানিয়াহু  
২২ ছক্কার সঙ্গে ৫০ চারে একাই ৪০৪ রান করলেন মুস্তাকিম  
পঞ্চগড়ে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে  
ইসরায়েলি হামলায় গাজার প্রধানমন্ত্রী নিহত    
তল্লাশি চালানোর সময় পুলিশ সদস্যকে অপহরণ করলো ডাকাতদল  
খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে তরুণকে গণপিটুনি, পুলিশের ওপর হামলা
সোনার দাম ফের বাড়ল
চুয়াডাঙ্গায় শিশু খাদ্য, কাপড় ও কসমেটিক্সের দোকান মালিককে ৪৪ হাজার টাকা জরিমানা