বছরে ২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা: পলক

দেশের প্রায় এক কোটি মানুষ বিদেশ থেকে প্রতিবছর ২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠাচ্ছেন জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেন, ওইসব প্রবাসীদের অধিকাংশই কর্মী হিসেবে কাজ করেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, এদেশের যুবসমাজ বিদেশে সম্মানজনক কর্মসংস্থান পাক। সেই লক্ষ্যে দেশে বিদেশ উপযোগী দক্ষতা অর্জনের জন্য অনেক প্রশিক্ষণকেন্দ্র ইতোমধ্যেই উপজেলা পর্যায়েও স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত, স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ার জন্য দরকার স্মার্ট সিটিজেন। যারা হবেন আজকের শিক্ষার্থী। তারাই ওই সময়ে দেশের নেতৃত্ব দেবে। ওই লক্ষ্য পূরণের জন্য আজকের শিক্ষার্থীদের প্রয়োজন সু-শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করা।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে নাটোরের সিংড়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সব কারিগরি প্রশিক্ষণ থেকে দক্ষতা অর্জন করে যদি বিদেশে যাওয়া যায় তবে সেদেশে ডলার আয়ের মাধ্যমে নিজের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নতিও করা সম্ভব। এজন্য সিংড়ায় হয়েছে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র।
সিংড়ায় বর্তমানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ হাজার শিক্ষার্থী রয়েছে জানিয়ে পলক বলেন, খুব দ্রুত ওই কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে ৬টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। এর মাধ্যমে প্রতিবছর সিংড়ার ওই কেন্দ্র থেকে প্রত্যক্ষভাবে ১ হাজার ২০০ দক্ষ মানুষ বিদেশে যেতে পারবেন। তারা সম্মানজনক কর্ম পাবেন। আর পরোক্ষভাবে ওই সেন্টারের মাধ্যমে ১৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে দেশে-বিদেশে।
বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম এনডিসির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান এবং সিংড়া মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।
এসজি
