নীলফামারীর জঙ্গি আস্তানা
জেএমবি’র সামরিক প্রধানসহ গ্রেফতার ৫
অভিযানে পাঁচ জঙ্গিকে গ্রেফতার করে র্যাব
নীলফামারীর জঙ্গি আস্তানা থেকে জেএমবি’র সামরিক শাখার প্রধানসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র ও গোলাবারুদ। শনিবার ভোররাত থেকে বাড়িটি ঘিরে রাখার পর সকালে অভিযান চালায় র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান ঢাকাপ্রকাশকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করে গ্রেফতার করা ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত জানানো হবে।
র্যাব সদর দফতর সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার মাঝাপাড়া পুটিহারি এলাকার একটি বাড়িতে সন্দেহভাজন ব্যাক্তিদের অবস্থানের খবর পাওয়া যায়। ভোর থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। পরে রংপুর থেকে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল সেখানে পৌঁছালে অভিযান শুরু হয়।
এদিকে, অভিযান শুরু হলে সদর দফতর থেকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল কে এম আজাদ এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার কমান্ডার খন্দকার আল মঈন হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছান।
এনএইচ/এসএ