ইন্দো-প্যাসিফিকে যুক্ত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: শাহরিয়ার

ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে ঢাকা যুক্ত হবে কিনা, সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক কোলাবোরেশন নিয়ে সেমিনারে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
এ সময় রোহিঙ্গা ইস্যু সম্পর্কে তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ বছরে বিলিয়ন ডলার খরচ করছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা মিলছে না।
রোহিঙ্গাদের জন্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নীতিগতভাবে উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিক চায় বাংলাদেশ। এ নিয়ে নিজস্ব কর্মকৌশল প্রণয়ন করছে ঢাকা।
বড় দেশগুলোর মধ্যে এই অঞ্চল নিয়ে প্রতিযোগিতা রয়েছে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, তাই জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে চলবে বাংলাদেশ।
আরইউ/এএস
