নিষেধাজ্ঞাপ্রাপ্ত ৯০ জাহাজের তালিকা নৌ মন্ত্রণালয়ে

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র যেসব জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সেসব জাহাজের তালিকা নৌপরিবহণ মন্ত্রণালয়কে হস্তান্তর করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।এ ধরনের নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজের সংখ্যা ৯০টি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সুত্র জানায়, বাংলাদেশের উপকূলে বিদেশি জাহাজ আসার অনুমতি দেওয়ার সময় ওই তালিকার সঙ্গে মিলিয়ে নিতে নৌ পরিবহণ মন্ত্রণালয়কে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত অক্টোবরে রাশিয়া চিঠি দিয়ে বাংলাদেশকে জানায় উরসা মেজর ওরফে স্পার্টা-৩ ডিসেম্বরের ২৩ তারিখ মোংলা বন্দরে ভিড়তে চাওয়ার অনুমোদন চায়। কিন্তু ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার বিষয়ে সতর্ক করলে জাহাজটিকে প্রবেশের অনুমতি দেয়নি বাংলাদেশ।
পরে জাহাজটি ভারতের একটি বন্দরে নোঙর করে। তারপর স্থলপথে মালামাল বাংলাদেশে আনা হয়।
আরইউ/এমএমএ/
