‘ডোনাল্ড লুর সঙ্গে আলোচনায় উভয় দেশই হ্যাপি’

মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরকালে আলোচনায় উভয় দেশই হ্যাপি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
আলোচনায় তারা হ্যাপি এমনটা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরাও হ্যাপি। আর প্রেসিডেন্ট জো বাইডেন চাইছেন, আগামী ৫০ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক যেন উন্নত হয়। আমরাও সেটা চাই।
ড. মোমেন বলেন, ডোনাল্ড লু এসেছেন, আমাদের দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে সহায়তার জন্য। তবে আমাদের কিছু কিছু দুর্বলতা আছে, উনিও স্বীকার করেছেন, আমেরিকাতেও কিছু কিছু বিষয়ে তাদেরও সেম। সে কারণে আমরা সেম লেভেলে আছি। খুব পজিটিভ আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডোনাল্ড লু কেন বৈঠকে বসেননি, সেটা বিএনপিকেই জিজ্ঞাসা করুন।
র্যাব প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা এসেছে, তবে র্যাব এখন অনেক ম্যাচিউরড। প্রথম দিকে যাই হোক না কেন র্যাবের মধ্যে এখন জবাবদিহিতা তৈরি হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গত ১৪- ১৫ জানুয়ারি ঢাকা সফর করেন।
আরইউ/এমএমএ/
