রবিবার, ১৬ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

‘ভালো পরামর্শ পেলে অবশ্যই নেব, সুষ্ঠু নির্বাচন আমরাও চাই’

ভালো সাজেশন পেলে আমরা অবশ্যই সেটা নেব— এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।

রবিবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আওয়ামী লীগ বুলেটে নয়, ব্যালেটে বিশ্বাসী এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৫০ বছরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক অনেক উন্নতি হয়েছে। আগামী এপ্রিলে আমাকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকা পৌঁছেই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু। এ সময় দ্বি-পক্ষীয় নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।

দুদিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

এই সফরে ডোনাল্ড লু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাণিজ্য, অর্থনীতি, মানবাধিকার এবং ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে আলোচনা করবেন।

আরইউ/আরএ/

Header Ad
Header Ad

বিএনপি ক্ষমতায় এলে সব অন্যায়-জুলুমের বিচার নিশ্চিত করা হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুম-খুনের দায়ে শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিচার না হলে আবারও অন্যায়ের সুযোগ তৈরি হবে। বিএনপি ক্ষমতায় এলে সব অন্যায়-জুলুমের বিচার নিশ্চিত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

রোববার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলন গুম ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে ‘আমরা বিএনপি পরিবারের’ ইফতার আয়োজনে তারেক রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা সামনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবেন।

তারেক রহমান আরও বলেন, ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা নির্যাতিত হয়েছেন তাদের অবশ্যই ন্যায়বিচার পেতে হবে।

তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Header Ad
Header Ad

সাশ্রয়ী দামে আধুনিক ফার্নিচার সরবরাহ করবে সরকার : রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

সরকার সাশ্রয়ী দামে টেকসই ও আধুনিক ডিজাইনের ফার্নিচার সরবরাহের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার (১৬ মার্চ) সচিবালয়ে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) কর্মকর্তাদের সঙ্গে এক সভায় তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, “করপোরেশনের সব ফার্নিচারের ডিজাইন ও পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে। ফলে এখন থেকে ক্রেতাদের পছন্দমতো যেকোনো ডিজাইনের আসবাবপত্র তৈরি করা সম্ভব হবে।”

তিনি আরও জানান, বিএফআইডিসিকে আধুনিক করতে প্রথমে এর সীমাবদ্ধতা চিহ্নিত করতে হবে। রাবার গাছের উৎপাদন বাড়ানোর জন্য উন্নতমানের ক্লোন আনতে হবে। এছাড়া সুপারি পাতা, বাঁশ ও বেত দিয়ে পরিবেশবান্ধব পণ্য তৈরি করে সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের বিকল্প আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিএফআইডিসির চেয়ারম্যান নাসির উদ্দীন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জহিরুল ইসলাম, পরিচালক (উৎপাদন ও বাণিজ্য) সাইফুল ইসলাম, পরিচালক (অর্থ) ড. মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া এবং বিএফআইডিসির সচিব জাহান আরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

স্বাধীনতা দিবসে এবারও হচ্ছে না কুচকাওয়াজ: স্বরাষ্ট্র সচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, এবারের স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সভা শেষে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, “আমরা আনন্দ করার মেজাজে নেই, তাই এবারও ২৬ মার্চ কুচকাওয়াজ হচ্ছে না। গত বিজয় দিবসেও কুচকাওয়াজ হয়নি।” তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, “আমরা ওয়ারমুডিং আছি, আনন্দ করার মেজাজে নাই।”

সভার সিদ্ধান্ত সম্পর্কে সচিব জানান, রমজান, স্বাধীনতা দিবস ও ঈদের ছুটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শ্রমিকদের বেতন ও ভাতা নির্ধারিত সময়ে প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করা হয়েছে। এছাড়া ঈদযাত্রায় চাঁদাবাজি ও ছিনতাই বন্ধে এবং শপিংমলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে কোনো নিরাপত্তার ঝুঁকি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমরা কোনো হুমকি দেখছি না। নিরাপত্তার কোনো ঝুঁকি নেই।”

পোশাক শ্রমিকদের ঈদের ছুটি অন্যান্য বছরের মতো ধাপে ধাপে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। সচিব জানান, মালিকরা এ বিষয়ে পরিকল্পনা করবেন, তবে শ্রমিকদের বেতন ও ভাতা সময়মতো প্রদান নিশ্চিত করার কথা বলা হয়েছে।

ঈদের সময় ঢাকায় চুরি-ডাকাতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, পুলিশ আগে থেকে আরও শক্তিশালী হয়েছে এবং সর্বাত্মক প্রস্তুতি থাকবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক কিনা জানতে চাইলে তিনি বলেন, “সেটা আপনারা বিবেচনা করবেন।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিএনপি ক্ষমতায় এলে সব অন্যায়-জুলুমের বিচার নিশ্চিত করা হবে: তারেক রহমান
সাশ্রয়ী দামে আধুনিক ফার্নিচার সরবরাহ করবে সরকার : রিজওয়ানা
স্বাধীনতা দিবসে এবারও হচ্ছে না কুচকাওয়াজ: স্বরাষ্ট্র সচিব
বাংলাদেশের নির্বাচন হবে আন্তর্জাতিক মানের, আশা ইউরোপীয় ইউনিয়নের
নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৫১
বন্ধ হওয়ার পথে ভয়েস অব আমেরিকা, ১৩০০ কর্মীকে ছাঁটাই
পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
চুয়াডাঙ্গায় ‘গো গ্রীন’ কর্মসূচির আওতায় দুটি নতুন প্রকল্পের যাত্রা
আবরার হত্যার রায় ছাত্র রাজনীতির জন্য কড়া বার্তা : অ্যাটর্নি জেনারেল
কুয়েতে ৪২ হাজার নাগরিকের নাগরিকত্ব বাতিল: রাতারাতি রাষ্ট্রহীন হয়ে পড়ার শঙ্কা
দেশের পাঁচ জেলায় মৃদু তাপদাহ, তাপমাত্রা আরও বাড়তে পারে
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অস্কারজয়ী শিল্পী এ.আর.রহমান
৬ হাজার কোটির লিগ আনছে সৌদি, চ্যালেঞ্জের মুখে আইপিএল
৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’
হাইকোর্টের রায়ে সন্তুষ্ট, দ্রুত কার্যকর চান আবরার ফাহাদের বাবা
ঘুষ-বাণিজ্যের অভিযোগ, রংপুরের সেই উপ-পুলিশ কমিশনারকে প্রত্যাহার
আবরার ফাহাদ হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল
ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব
বই ছাপার কাজ শেষ, আজ রাতেই শুরু হবে বিতরণ  
আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা চলছে