‘ভালো পরামর্শ পেলে অবশ্যই নেব, সুষ্ঠু নির্বাচন আমরাও চাই’

ভালো সাজেশন পেলে আমরা অবশ্যই সেটা নেব— এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।
রবিবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
আওয়ামী লীগ বুলেটে নয়, ব্যালেটে বিশ্বাসী এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৫০ বছরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক অনেক উন্নতি হয়েছে। আগামী এপ্রিলে আমাকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকা পৌঁছেই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু। এ সময় দ্বি-পক্ষীয় নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।
দুদিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।
এই সফরে ডোনাল্ড লু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাণিজ্য, অর্থনীতি, মানবাধিকার এবং ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে আলোচনা করবেন।
আরইউ/আরএ/
