ঢাকায় ডোনাল্ড লু

ঢাকায় পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনল্ড লু।
শনিবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর থেকেই ডোনাল্ড লু পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনর বাসভবনের উদ্দেশে রওনা হয়েছেন। তার সঙ্গে আছে ৬ সদস্যের প্রতিনিধি দল।
এর আগে এই অঞ্চলে একাধিক দেশে সফর করলেও ঢাকায় এটিই ডোনাল্ড লুর প্রথম একক সফর। আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের সঙ্গে গত বছরের মার্চে ঢাকায় এসেছিলেন তিনি।
এবারের সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন ডোনাল্ড লু। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার।
জানা যায়, সফরকালে আলোচ্যসূচীতে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি থাকবে বাংলাদেশের অগ্রাধিকার। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ কীভাবে বৃদ্ধি করা যায়, শ্রম অধিকারের বিষয়টি আরও কীভাবে উন্নত করা যায়, সেটি নিয়েও আলোচনা হবে। এছাড়া যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চাইবে বাংলাদেশ।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রধান আলোচ্যসূচী থাকছে কোয়াড-আইপিএসে (ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজি) বাংলাদেশের যোগদানসহ নিরাপত্তা সহযোগিতা। এছাড়া অন্যান্য সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হবে।
আরইউ/এএস
