বেইজিংয়ের সঙ্গে চুক্তিগুলোর দ্রুত বাস্তবায়ন চায় ঢাকা

চীনের সঙ্গে বিভিন্ন বিষয়ে করা চুক্তির দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে বাংলাদেশ।
সোমবার (৯ জানুয়ারি) মধ্যরাতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ছিন গাংয়ের সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈঠককালে এমন তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। চীনা নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী আফ্রিকার ৫ দেশ সফরকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেন।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশকে টিকা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছি।
রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনে বাংলাদেশি ৯৮ শতাংশ পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা বাস্তবায়নে দ্রুত গেজেট তৈরির অনুরোধ জানিয়েছি।
বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চলমান সাহায্যে সহযোগিতা অব্যাহত থাকার কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
চীনা পররাষ্ট্রমন্ত্রী প্রথমে ইথিওপিয়ায় যাবেন। সেখান থেকে আফ্রিকার আরও চারটি দেশ সফর করবেন। ইথিওপিয়ায় যাত্রাপথে তাকে বহনকারী উড়োজাহাজটি জ্বালানি সংগ্রহের জন্য সোমবার মধ্যরাত ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি নিয়ে রাত ২টা ৫০ মিনিটে ঢাকা থেকে বিদায় নেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।
চীনা পররাষ্ট্রমন্ত্রী ছিন গাংয়ের সঙ্গে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের একটি সংক্ষিপ্ত বৈঠক করেন। এ সময় তারা শুভেচ্ছা বিনিময় করেন।
গত ৩০ ডিসেম্বর দায়িত্ব নেওয়া ছিন গাং এট আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত ছিলেন।
আরইউ/আরএ/
