আইজিপি মামুনের মেয়াদ বাড়ল দেড় বছর

বংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ১১ জানুয়ারি।
এর মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে পুলিশ প্রধানের মেয়াদ দেড় বছর বাড়িয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।
সোমবার (৯ জানুয়ারি) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপসচিব রফিকুল ইসলাম রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করেন।
বিসিএস পুলিশ ক্যাডার অষ্টম ব্যাচের কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০২২ সালের ২২ সেপ্টেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। এর আগে ২০২১ সালের ১৮ অক্টোবর গ্রেড-১ পদোন্নতি পান। চাকরির মেয়াদ পূর্ণ করে আগামী ১১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু সরকার এর মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন তাকে।
সেই চুক্তিভিত্তিক নিয়োগ অনুযায়ী, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আবারও দেড় বছর পুলিশের সর্বোচ্চ পদ অলঙ্কৃত করবেন। সেই হিসাবে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় তিনিই থাকবেন পুলিশের মহাপরিদর্শক হিসেবে।
কেএম/এমএমএ/
