মন্ত্রিসভা বৈঠক
বিইআরসি আইনের খসড়া অনুমোদন

সময় বিদ্যুৎ ও জ্বালানির দাম সমন্বয় করার ক্ষমতা সরকারের হাতে রেখে প্রস্তাবিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) (সংশোধন) আইন-২০২৩ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রস্তাবিত আইনটি সংসদে পাস হলে বিশেষ পরিস্থিতিতে সরকার চাইলে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করতে পারবে। পাশাপাশি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নিজেরাও এগুলোর দাম বাড়াতে-কমাতে পারবে। তবে আইনটি আগে অধ্যাদেশ আকারে জারি করেছে সরকার। এখন সেটি সংসদে পাশের জন্য পাঠানো হবে।
সোমবার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাবিত আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে বিকালে সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এসব কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বিদ্যমান আইনে বিদ্যুৎ ও জ্বালানির দাম বিইআরসি ৯০ দিন সময় নিয়ে নির্ধারণ করে। বিশেষ পরিস্থিতিতে সরকারও যেন তা নির্ধারণ করতে পারে এজন্যই প্রস্তাবিত এ সংশোধনী মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যেই এটি রাষ্ট্রপতির কার্যালয় থেকে অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। ওই সময় জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকায় আইনে কার্যকর করা সম্ভব হয়নি। এখন সংসদের অধিবেশন চালু রয়েছে। নিয়ম অনুযায়ী সংসদে উত্থাপন করার জন্য মন্ত্রিসভায় আইনটি অনুমোদন করে নেওয়া হলো।
এনএইচবি/এমএমএ/
