ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামী ১৪ জানুয়ারি ঢাকায় আসছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা সফরকালে ডোনাল্ড লু সরকারি-বেসরকারি প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
জানা যায়, সফরকালে মানবাধিকার, গণতন্ত্র, ঢাকায় কূটনীতিকদের নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলো গুরুত্ব পাবে। আর ঢাকার পক্ষ থেকে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধার বিষয়টি বৈঠকে উত্থাপন করা হবে।
এদিকে আগামী রবিবার (৮ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল এইলেন লবাখের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ৪ দিনের সফরে ঢাকায় আসছে। সফরকালে প্রতিনিধিদলটি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবে।
এ ছাড়া প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আরইউ/এসজি
