একটা ইস্যু নিয়ে সম্পর্কের মূল্যায়ন হয় না: পররাষ্ট্রমন্ত্রী

একটা ইস্যু নিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন করলে সেটি ঠিক হয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত শিখা চিরন্তন প্রাঙ্গণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খুবই ভালো উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাব বা নির্দিষ্ট একটা ইস্যু নিয়ে একটা দেশের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন হয় না।
আমেরিকার সঙ্গে বাংলাদেশের নীতিগত মিল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমেরিকা গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চায়, আর আমাদের দেশে গণতন্ত্র বিরাজমান। তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় আর আমাদের দেশের ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে শুধু মানবাধিকার অর্জনের জন্য।
এর আগে আন্তর্জাতিক সংগঠন পিস রান কর্তৃক আয়োজিত ‘পিস রান বাংলাদেশ ৬-১০ জানুয়ারি-২০২৩’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী।
আরইউ/এসজি
