সময়মতো পৌঁছাতে পাঠাও বাইকে তুরস্কের রাষ্ট্রদূত!

পাঠাও বাইকে চড়ে নিজের বিদায় সংবর্ধ্বনায় যোগ দিয়েছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। সময় মতো ডিনারে যোগ দিতে নিজের গাড়িতে না গিয়ে পাঠাও বাইকে চড়েন রাষ্ট্রদূত।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) টুইটারে রাষ্ট্রদূত নিজেই এতথ্য জানান। সঙ্গে একটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেন তিনি।
ভিডিওতে দেখা যায়, রাজধানীর ব্যস্ততম গুলশান এলাকায় বাইকে করে যাচ্ছেন রাষ্ট্রদূত।
তুরস্কের রাষ্ট্রদূত টুইটার পোস্টে লিখেছেন, যখন নিজের বিদায় সংবর্ধ্বনায় পৌঁছাতে ৪৫ মিনিট দেরি হওয়ার ঝুঁকি থাকে তখন ঢাকার ট্রাফিক জ্যামে এটাই করণীয়। একটি পাঠাও কল করুন এবং যথাসময়ে গন্তব্যে পৌঁছে যান। বিনামূল্যে হেলমেটও এই পরিষেবার অন্তর্ভূক্ত।
প্রসঙ্গত, ঢাকায় কার্যকাল শেষ হয়ে গেছে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরানের। শিগগিরই ঢাকা থেকে বিদায় নিচ্ছেন তিনি।
আরইউ/এএস
