জঙ্গিবাদ ও মাদকের ব্যাপারে কোনো ছাড় নয়: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জঙ্গি নির্মূলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। জঙ্গিবাদ ও মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ ব্যাজ প্রদান অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো ঠাঁই হবে না। আধুনিক প্রযুক্তির পাশাপাশি পেশাগত উৎকর্ষ বাড়াতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে যে সাফল্য এসেছে তা ধরে রাখতে আগামী দিনে বাহিনীকে আরও দায়িত্ববান হয়ে কাজ করতে হবে।
কেএম/এসজি
