কারা অধিদপ্তরের ৫ ডিআইজি বদলি

নতুন বছরের শুরুতে কারা অধিদপ্তর গুরুত্বপূর্ণ একাধিক পদের কর্মকর্তাকে বদলি করে নতুন জায়গায় দায়িত্ব দিয়েছে।
সোমবার (২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে একযোগে পাঁচ কারা উপ-মহাপরিদর্শককে (ডিআইজি প্রিজন্স) বদলি করার কথা জানানো হয়েছে। সবাই পাঁচ বিভাগের ডিআইজি প্রিজন্স হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে গত ২২ নভেম্বর তিন কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) ও দুজন জ্যেষ্ঠ জেল সুপারকে বদলি করা হয়।
নতুন বদলি হওয়া কর্মকর্তারা হলেন— বরিশাল বিভাগীয় ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে ময়মনসিংহ বিভাগে, রাজশাহী বিভাগীয় ডিআইজি প্রিজন্স অসীম কান্ত পালকে খুলনা বিভাগে, খুলনা বিভাগীয় ডিআইজি প্রিজন্স মো. ছগির মিয়াকে সিলেট বিভাগে, ময়মনসিংহের ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবিরকে বরিশাল বিভাগে এবং সিলেটের ডিআইজি প্রিজন্স মো. কামাল হোসেনকে রাজশাহী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
কেএম/আরএ/
