স্মার্ট গ্রিড পলিসি প্রণয়নের তাগিদ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

স্মার্ট গ্রিড পলিসি প্রণয়ন করার তাগিদ দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রবিবার (১ জানুয়ারি) ঢাকায় বিদ্যুৎ ভবনে বিতরণ সংস্থা ডিপিডিসি আয়োজিত ‘স্মার্ট গ্রিড পাইলট প্রকল্পের’ কর্মশালায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এ মাসের শেষ কিংবা আগামী মাসের শুরুতে স্মার্ট গ্রিড বা ডিস্ট্রিবিউশনসহ অন্যান্য প্রকল্পে সমন্বয়ের পরিকল্পনা দেখতে চাই। বিদ্যুৎ বিভাগ থেকে এই উদ্যোগ নিতে হবে।
গত ৪ অক্টোবর দিনের বেলা বিদ্যুৎ সঞ্চালনের জাতীয় গ্রিডের একাংশে বিপর্যয়ের কারণে ঢাকাসহ দেশের এক তৃতীয়াংশ এলাকা দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মত গ্রিড বিপর্যয়ের পর স্মার্ট গ্রিড বিষয়টি আবার আলোচনায় আসে।
প্রতমন্ত্রী বলেন, সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের প্রয়োজন নির্ভরযোগ্য ডেটা বা তথ্য। সঠিক ডেটার জন্য আমাদেরকে স্মার্ট পদ্ধতিতে যেতে হবে।
বিপিডিবি এ ধরনের স্মার্ট গ্রিড পদ্ধতির নেতৃত্ব দিতে পারত মন্তব্য করে নসরুল হামিদ বলেন, কিন্তু তারা পেছনে পড়ে গেছে। আরইবির এ ধরনের প্রকল্পে দ্রুত যাওয়া উচিত। আরও ৫/৬ বছর আগে তাদের শুরু করা উচিত ছিল। কিন্তু তারা শুরু করতে পারেনি।
বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান, এই ঢাকা শহরে ডেসকো ইতোমধ্যেই স্মার্ট গ্রিড বা ডিস্ট্রিবিউশন সিস্টেমের দিকে গেছে, সেখানে ডিপিডিসি এখন এই প্রকল্প হাতে নিতে যাচ্ছে। আজকের স্টেকহোল্ডার কনসালটেশনে ডেসকোর অভিজ্ঞতাও একটা আলোচ্য বিষয় হতে পারত।
আরইউ/এমএমএ/
