শেখ হাসিনা যা বলেন তা বাস্তবায়ন করেন: পলক

আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য দলের নেতাদের মতো জনগণকে ভোটের আগে মিথ্যা আশ্বাস দেন না। বরং তিনি মুখে যা বলেন, তা বাস্তবায়ন করেন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার গোডাউন চত্বর এলাকায় আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গত ১৪ বছরে দেশকে ডিজিটালাইজড করা, করোনা মহামারি মোকাবিলা, দেশে মেট্রোরেল চালুসহ দেশের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার উন্নয়নের বিবরণ তুলে ধরে পলক বলেন, দেশের উন্নয়নের কথা বলতে গেলে ১৪ ঘণ্টাতেও শেষ হবে না। অথচ বিগত ৩৭ বছরে অন্যান্য সরকার কী উন্নয়ন করেছে তা বলতে পারবে না।
সিংড়াবাসীর উদ্দেশে তিনি বলেন, আজ আমি জনতার আদালতে দাঁড়িয়েছি। যে প্রত্যাশা নিয়ে আমাকে আপনারা এমপি নির্বাচন করেছিলেন গত ১৪ বছরে আমি তার কতটুকু করতে পেরেছি তা আপনারা বিবেচনা করুন। আপনারা যদি মনে করেন শেখ হাসিনার নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডে আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছি তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট চাই।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে চায়না রেলওয়ে আন্তর্জাতিক কোম্পানি লিমিটেডের বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি জাং জিয়াওলিয়াং, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সভাপতি ডালিম আহম্মেদ ডন এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিংড়া পৌর এলাকার শীতার্ত ২ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই তিনদিনে উপজেলায় মোট ১১ হাজার ৬০০ কম্বল বিতরণের কথা জানান আয়োজকরা।
এসজি
