‘চীন বাংলাদেশের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে’

চায়না রেলওয়ে আন্তর্জাতিক কোম্পানি লিমিটেডের বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি জাং জিয়াওলিয়াং বলেছেন, চীন বাংলাদেশের এক উন্নয়ন সহযোগী। বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। আর বন্ধুরাষ্ট্র হিসেবে শুধু উন্নয়নেই নয় বরং বাংলাদেশের যেকোনো প্রাকৃতিক দূর্যোগ ছাড়াও সামাজিক ও মানবিক সহায়তায় চীন বাংলাদেশের পাশে রয়েছে। দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ বন্ধু হয়ে চীন বাংলাদেশের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার গোডাউন চত্বরে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সভাপতি ডালিম আহম্মেদ ডন এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে সিংড়া পৌর এলাকার শীতার্ত ২ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই তিনদিনে উপজেলায় মোট ১১ হাজার ৬০০ কম্বল বিতরণের কথা জানান আয়োজকরা।
এসজি
