ফখরুলের মুক্তির দাবিতে ৬০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন দেশের ৬০ বিশিষ্ট নাগরিক।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ৬০ বিশিষ্ট নাগরিক এই বিবৃতি দেন।
বিবৃতি বলা হয়, ‘গত ৮ ডিসেম্বর মধ্যরাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তার নিজস্ব বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।
এখনো পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়নি। আমরা পারিবারিক সূত্রে জানতে পারলাম যে, তিনি অসুস্থ এবং তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে রাজনীতি করছেন। আমরা মির্জা আলমগীরের বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা তার সুস্থতার বিষয়ে উদ্বিগ্ন। আমরা নিম্ন স্বাক্ষরকারীরা দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও বেগবান করার জন্য মির্জা আলমগীরের মুক্তি দাবি করছি।’
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন-বদরুদ্দীন উমর, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, অধ্যাপক ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ, অধ্যাপক ড. সালেহউদ্দীন আহমেদ, অধ্যাপক ড. আহমেদ কামাল, অধ্যাপক ড. সাইদুর রহমান, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক ড. এটিএম নূরুল আমিন ইমেরিটাস অধ্যাপক, অধ্যাপক ড. সদরুল আমীন, অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. আকমল হোসেন, অধ্যাপক ড. ইউসুফ হায়দার, অধ্যাপক ড. তাজমেরি ইসলাম, অধ্যাপক ড. চৌধুরী আবরার, অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী, অধ্যাপক ড. তানজিম উদ্দীন খান, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম প্রমুখ।
কেএম/এমএমএ/
