স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য যুক্তরাষ্ট্রে পাঠানো হবে: মন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য যুক্তরাষ্ট্রে পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।
তিনি বলেন, ‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্য তা আমেরিকার কর্তৃপক্ষের কাছে পৌছে দেওয়া জন্য। যাতে তাদের এই ভুল ধারণা ভেঙ্গে যায় এবং সেগুলো তারা সংশোধন করে। আইনশৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে থেকে আমরা সেই অনুরোধ করেছি।’
বুধবার (১২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.মে. মোজাম্মেল হকের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সম্প্রতি পুলিশ ও র্যাবের সাত শীর্ষ কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার বিষয়ে আজ আইনশৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে।
মোজাম্মেল হক বলেন, ‘কিছুদিন আগে আমেরিকা সরকারের পক্ষ থেকে আমাদের আইনশৃংখলা বাহিনীর কতিপয় সদস্য সম্পর্কে যে বিরূপ মন্তব্য করা হয়েছে আমরা সেগুলো পর্যালোচনা করেছি। সঠিক তথ্য না পাওয়ার কারণে বা কিছু ভুল তথ্যের কারণে ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্য প্রচারিত হয় সেগুলো যথাযথভাবে যাচাই বাছাই না করে যুক্তরাষ্ট্র এই বিরূপ মন্তব্য করেছে।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইনশৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, বেসরামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এবং একাধিক সচিব, বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা।
এনএইচবি/এমএমএ/
