মেট্রো স্টেশন প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর তেঁতুল গাছের চারা রোপণ

মেট্রোরেল স্টেশন প্রাঙ্গনে তেঁতুল গাছের চারা রোপন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এসময় তার পাশে ছিলেন ছোট বোন শেখ রেহানা। তেঁতুল গাছের চারা রোপণ করে শেখ হাসিনা ও শেখ রেহানাকে গাছের গোড়ায় পানি দিতে দেখা যায়।
এরপর ১ নম্বর টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেন প্রধানমন্ত্রী। টিকিট সংগ্রহ করে মেট্রোরেল চড়তে তিনি তৃতীয় তলায় প্ল্যাটফর্মে যান।
এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ঢাকার গণপরিবহন ব্যবস্থায় নতুন যুগ শুরু হলো মেট্রোরেল। রাজধানীতে প্রথমবারের মতো যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু হবে আগামীকাল (২৯ ডিসেম্বর)। মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে উত্তরা থেকে আগারগাঁও চলে আসা যাবে। রাজধানীর লক্কড়ঝক্কড় ও জীর্ণ বাসের বিপরীতে জাপানে তৈরি মেট্রোরেলের কোচগুলো অত্যাধুনিক।
তিনতলা মেট্রোরেল স্টেশনে উঠা-নামার জন্য সিঁড়ি, চলন্ত সিঁড়ি (এসকেলেটর) ও লিফট রয়েছে। ট্রেন ও স্টেশন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি)। উত্তরায় সুধীসমাবেশ শেষ করে দিয়াবাড়ি (উত্তরা) স্টেশন থেকে মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে যাত্রী নিয়ে আগারগাঁওয়ের দিকে রওনা দেবে।
এমএইচ/এসজি
