স্মারক ডাকটিকিট-নোট অবমুক্ত

দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট, স্মারক নোট, স্যুভেনিয়র শিট, সিলমোহর ও উদ্বোধন খামের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার প্রধানমন্ত্রীর হাতে স্মারক ডাকটিকিট তুলে দেন। এর কিছুক্ষণ পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ৫০ টাকার স্মারক নোট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধনী অনুষ্ঠানে এই স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়।
অবমুক্তকরণের পর আগামী ২৯ ডিসেম্বর থেকে এই স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।
বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আধুনিক মেট্রোরেল ব্যবস্থায় প্রবেশ করল বাংলাদেশ।
কেএম/এসএন
