অগ্রযাত্রায় আরেক ফলক মেট্রোরেল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের উন্নয়নে এবং অগ্রযাত্রায় আরেকটি ফলক আজ ঢাকায় সংযোজন করতে পেরেছি এটাই সবচেয়ে বড় কথা। কিছুক্ষণ আগে মেট্রোরেল উদ্বোধন করা হয়েছে। আমার সঙ্গে আছেন প্রিয় ছোট বোন শেখ রেহানা।
বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে সুধীসমাবেশে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনারা সেবা করার সুযোগ দিয়েছিলেন, সেজন্য দেশের জনগণ ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই। জাতির পিতার অনেক স্বপ্ন ছিল এই দেশকে ঘিরে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। ২১ বছর পর আমরা রাষ্ট্রক্ষমতায় এসে উন্নয়ন কার্যক্রম শুরু করি।
এসময় প্রধানমন্ত্রী হলি আর্টিজনে জঙ্গি হামলায় নিহত জাপানি পরামর্শকের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। মেট্রোরেলে নিহতদের স্মরণ রাখতে তাদের নামফলক রাখা হবে বলেও জানান তিনি।
এমএইচ/এসজি
