মেট্রোরেলের উদ্বোধনী মঞ্চে শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম মেট্রোরেল পরিষেবার প্রথম ধাপের উদ্বোধন করেছেন। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে এ উদ্বোধন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। মেট্রোরেল পরিষেবার প্রথম ধাপের উদ্বোধনের মধ্যদিয়ে ঢাকাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো। লাল ফিতা কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর সবচেয়ে আধুনিক পরিবহন ব্যবস্থার প্রথম যাত্রী হবেন।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠেন। এ সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে। মঞ্চে উঠে নির্ধারিত দুটি চেয়ারে দুজন পাশাপাশি বসেন। সেখানে গল্পে মেতে ওঠেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম পাশে বসে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উদ্বোধনের পর রুটের মধ্যবর্তী স্টেশনে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলবে। পরের দিন (বৃহস্পতিবার) থেকে যাত্রীরা এ ট্রেনে যাতায়াত করতে পারবেন। প্রতিটি ট্রেন প্রথম কয়েক দিনের জন্য প্রতিটি প্ল্যাটফর্মে ১০ মিনিট যাত্রীদের জন্য অপেক্ষা করবে কারণ নগরবাসী এ নতুন পরিবহন ব্যবস্থার সঙ্গে পরিচিত নয়।
এমএইচ/এসএন