নগরীতে যানজট থাকবে না: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস বলেছেন, মেট্রোরেল উদ্বোধন করে আমরা আধুনিক গণপরিবহন পাচ্ছি। সবদিকে মেট্রোরেল চালু হলে ঢাকার মানুষ উপকৃত হবে। আপাতত মেট্রোরেল চলাচল করবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত।
বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল উদ্বোধনীতে এসে এসব কথা বলেন তিনি।
মেট্রোরেলকে বৈপ্লবিক পরিবর্তন দাবি করে ফজলে নূর তাপস বলেন, মেট্রোরেল নগরীর যানজট নিরসনে একটি আধুনিক ব্যবস্থা।খুব শিগগিরই মেট্রোরেলের প্রভাব দেখতে পাব। পুরোপুরি চালু হলে আর যানজট থাকবে না। একইসঙ্গে সড়ক পরিবহনে প্রতিযোগিতা থাকবে, ফিরে আসবে শৃঙ্খলা।
এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।
ঢাকার গণপরিবহন–ব্যবস্থায় নতুন যুগ শুরু হচ্ছে মেট্রোরেল। রাজধানীতে প্রথমবারের মতো যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু করবে। মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে উত্তরা থেকে আগারগাঁও চলে আসা যাবে। রাজধানীর লক্কড়ঝক্কড় ও জীর্ণ বাসের বিপরীতে জাপানে তৈরি মেট্রোরেলের কোচগুলো অত্যাধুনিক। তিনতলা মেট্রোরেল স্টেশনে ওঠা–নামার জন্য সিঁড়ি, চলন্ত সিঁড়ি (এসকেলেটর) ও লিফট রয়েছে। ট্রেন ও স্টেশন শীতাতপনিয়ন্ত্রিত (এসি)।
এসএন
