মেট্রোরেল আইন অমান্য করলে সর্বোচ্চ ১০ বছর জেল

রাজধানী ঢাকার গণপরিবহনে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে মেট্রোরেল। আজ বুধবার (২৮ ডিসেম্বর) উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে স্বপ্নের মেট্রোরেলে চলাচল করতে পারবেন যাত্রীরা। সুষ্ঠুভাবে মেট্রোরেল পরিচালনার জন্য ‘মেট্রোরেল আইন-২০১৫’ অনুমোদন করেছে সরকার। আর এ আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা হিসেবে ১০ বছর জেল ও ১০ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। কোনো দুর্ঘটনা হলে ক্ষতিপূরণের বিধানও রাখা হয়েছে।
আইনের ৩০ নম্বর ধারায় বলা আছে, কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া মেট্রোরেল নির্মাণ, উন্নয়ন বা পরিচালনা বা মেট্রোরেল সেবা প্রদান করলে বা কোনো যন্ত্রপাতি স্থাপন বা প্রতিস্থাপন করলে অপরাধ হিসেবে বিবেচিত হবে। অপরাধ প্রমাণিত হলে অনধিক ১০ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
কেএম/এসআইএইচ
