'বিদেশি নাগরিকদের ফেরত পাঠানো হবে'

বাংলাদেশে বসবাসরত অবৈধ বিদেশি নাগরিকদের শনাক্ত করে স্বদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১২জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, যেসব বিদেশি নাগরিক ভিসা ও পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরও বাংলাদেশে বসবাস করছেন তাদেরকে চিহ্নিত করে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এর আগে তাদেরকে আইনানুযায়ী ডিটেনশনে রাখা হবে।
কমিটির সভাপতি মন্ত্রী জানান, যেসব বিদেশি নাগরিক ভিসা ও পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরও বাংলাদেশে বসবাস করছেন তারা ভিভিন্ন ক্রাইমের সঙ্গে জড়িত।
তিনি বলেন, ‘তাই অনতিবিলম্বে তাদেরকে চিহ্নিত ও গ্রেপ্তার করে এক জায়গায় আটক করে সেইফ হোম রেখে, কেউ কেউ বলেছেন ডিটেনশনে রেখে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।’
এ জন্য এসব অবৈধ নাগরিকদেরকে দ্রুত আটক করতে আইনশৃংখলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে ।
এনএইচবি/এএস/এমএমএ/
