‘প্রধানমন্ত্রীর যুগোপযোগী সিদ্ধান্তে দেশ এগিয়ে যাচ্ছে’

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতেন তাহলে সাড়ে ৩ বছরের মধ্যে যা করে দেখিয়েছেন, ১০ বছর বেঁচে থাকলে মাহাথির মোহাম্মদ ২০ বছরে যা করেছেন তার চেয়ে অনেক বেশি করতে পারতেন। বাংলাদেশ আজ সবদিক দিয়ে এগিয়ে চলছে।
তিনি বলেন, দেশের বাইরে যেখানেই যাই সেখানেই সে দেশের নেতারা জিজ্ঞাসা করেন, তোমাদের প্রধানমন্ত্রীর মূল শক্তিটা কোথায়? কেন তিনি এত পপুলার? কীভাবে তিনি বাংলাদেশকে এত এগিয়ে নিয়ে গেলেন? আমরা বলি, তিনি সিদ্ধান্তের ক্ষেত্রে অটল থাকেন। আর যখন সিদ্ধান্ত দেন, তখন ভেবে চিন্তে সিদ্ধান্ত দেন। ডিজিটাল বাংলাদেশের কথা তো বললামই। তার যুগোপযোগী সিদ্ধান্তের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে।
বুধবার (২১ ডিসেম্বর) বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজ মাঠে ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে’ অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, অনেক বছর অপেক্ষার পর জনগণের রায় নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। কিছু সংখ্যক রাজনীতিবিদ জনগণকে বিভ্রান্তিমূলক, মিথ্যা প্রলোভন দেখিয়ে ক্ষমতা দখল করার অপচেষ্টা, অপপ্রয়াস আমরা দেখেছি। সেগুলোর জন্য জনগণ তাদের ধিক্কার দিচ্ছে। প্রধানমন্ত্রী আমাকে উপদেশ দিয়েছিলেন, সারা দেশ ঘুরে দেখতে। আমি দেশের এমন কোনো উপজেলা নেই, হাট-বাজার নেই, যেখানে আমি যায়নি। আমি সব জায়গায় একই দৃশ্য দেখিছি। প্রধানমন্ত্রীর অপ্রতুল জনপ্রিয়তা। প্রধানমন্ত্রীকে দেশের মানুষ হৃদয় দিয়ে ভালোবাসেন। দেশের মানুষ মনে করেন প্রধানমন্ত্রী যতদিন বেঁচে থাকবে, ততদিনই দেশ আলোকিত হবে। দেশ পথ হারাবে না।
রাজশাহী জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মনসুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) আবু হাসান মুহম্মদ তারিক, জেলা পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসজি
