‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হচ্ছে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ হবে। বঙ্গবন্ধুর ও মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, আদর্শ ছিল সেটি বাস্তবায়ন হচ্ছে। বাংলাদেশ যে অসাম্প্রদায়িক ও বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে সেটি আমরা আশা রাখি।
রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নড়াইল শহরের রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ মিশন চিকিৎসা সেবা কেন্দ্র ও আশ্রমের ভেতরের একটি সড়কের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
উদ্বোধন শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং রামকৃষ্ণ মিশনের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, পৌর মেয়র আঞ্জুমান আরা প্রমুখ।
এসজি
