বিজয় দিবস কুচকাওয়াজ উপলক্ষে স্পন্সরদের সম্মানে সম্মাননা

শনিবার (১৭ ডিসেম্বর) মহান বিজয় দিবস কুচকাওয়াজ-২০২২ উপলক্ষে স্পন্সরদের সম্মানে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স, ঢাকা সেনানিবাসে সম্মাননার আয়োজন করা হয়।
স্পন্সরদের সম্মানে আয়োজিত এই সম্মাননায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, পিএইচডি।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ৯ পদাতিক ডিভিশন ও প্যারেড অধিনায়ক, মহান বিজয় দিবস কুচকাওয়াজ - ২০২২ এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
সেনাবাহিনী প্রধান উল্লেখ করেন যে, এ বছরে মহান বিজয় দিবস কুচকাওয়াজ ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং বর্ণিল এ কুচকাওয়াজ আয়োজনে স্পন্সরদের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
মহান বিজয় দিবস কুচকাওয়াজ ২০২২ এ স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে MGH, S. Alam Group, Sonali Bank, Islami Bank Ltd, Navana Group, Saif Power Tech, United Group, Trust Bank, Agrani Bank, Thermax Group, Anwar Group এবং BMTF অংশীদার ছিল। মিডিয়া পার্টনার হিসেবে সঙ্গে ছিল দেশ টিভি ও রেডিও ফূর্তি।
এবারের মহান বিজয় দিবস কুচকাওয়াজ প্রধানমন্ত্রীর সম্মতি ও সুস্পষ্ট দিক-নির্দেশনায় সেনাবাহিনী প্রধানের সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রম ও স্পন্সরবৃন্দের সার্বিক সহযোগিতায় অত্যন্ত উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়।
এমএমএ/
