বিদেশগামী কর্মীদের কাছে স্মাট কার্ড থাকলে বিমানে ছাড়

বিদেশগামী কর্মীদের বিশেষ করে যাদের কাছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্ট কার্ড থাকবে তারা বাংলাদেশ বিমানে ১০ শতাংশ ছাড় পাবেন এমন প্রস্তাব করেছে সংসদীয় কমিটি। বিদেশগামী কর্মীদের ভাড়া কম নেওয়াসহ বিমানের সংখ্যা বাড়ানোর জন্য সংসদীয় কমিটি সুপারিশ করেছে। এছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী ডেস্কে লোকবল বাড়ানোরও সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপনের সুপারিশ করা হয়। এ ছাড়া যাত্রী সেবার মান উন্নয়ন, লোকবল সংকট, বিমানের সংখ্যা বাড়ানোসহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি সংকট সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।
তা ছাড়া বিদেশগামী কর্মীদের (কেভিড-১৯) টেষ্টের জন্য শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপনের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন এবং মালয়েশিয়ার শ্রম বাজারের অবস্থা ও নতুন কর্মী প্রেরণের বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়।
সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়শা ফেরদাউস, পংকজ নাথ এবং হাবিবুর রহমান।
এসএম/এসআইএইচ
