কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করবে থাইল্যান্ড

১৯৭২ সালের ৫ অক্টোবর ভারতে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের হাইকমিশনার ড. এআর মল্লিক দুই দেশের মধ্যে কুটনৈতিক সম্পর্কের চুক্তি স্বাক্ষর করেন
বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করবে থাইল্যান্ড। মঙ্গলবার (১১জানুয়ারি) ঢাকার থাই দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ৫ অক্টোবর ঢাকা ও ব্যাংককের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে থাই দূতাবাস বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে।
থাইল্যান্ডের রাজা মাহাভাজিরালংক্রনের ১৯৯২ সালে বাংলাদেশ সফরের ৩০তম বার্ষিকী উদযাপন এবং মহারাজা ভূমিবল আদুলিয়াদে ও মহারানি সিরিকিতের ঢাকা ও চট্টগ্রাম সফরের ৬০তম বার্ষিকী উপলক্ষে থাই দূতাবাস এ বছরের জানুয়ারি ও মার্চ মাসে দুইটি নিবন্ধ প্রকাশ করবে। এগুলো দুই দেশের গণমাধ্যমে প্রকাশিত হবে।
এ ছাড়া জানুয়ারি থেকেই ‘৫০ গল্পে থাইল্যান্ড’ এবং ‘৫০ সুরে থাইল্যান্ড’ ধারাবাহিক দুটি থাই দূতাবাস পর্যায়ক্রমে প্রকাশ করতে শুরু করবে। ১৩ জানুয়ারি থেকে প্রতি বৃহস্পতিবার দূতাবাসের ফেসবুক পেজে এ ধারাবাহিকটি ইংরেজি ও বাংলা উভয় ভাষায় প্রকাশ করা হবে।
আগামী ১৫ জানুয়ারি থেকে প্রতি শনিবার দূতাবাসের ফেসবুক পেজে ‘৫০ সুরে থাইল্যান্ড’ গানগুলো ইউটিউব লিংকসহ ইংরেজিতে প্রকাশ করা হবে।
এ ছাড়া বছর জুড়ে কূটনীতিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত ঐতিহাসিক বিভিন্ন নথি ও স্থিরচিত্র প্রকাশ করা হবে।
থাই পাঠকদের জন্য থাই ভাষায় ‘থাই পুদদি বেঙ্গলি পুদদাই’ (থাই বুলি ছটফটে, বাংলা বুলি অকপটে) শিরোনামে ৫০টি নিবন্ধ প্রকাশ করা হবে আগামী ১৪ জানুয়ারি প্রতি শুক্রবার দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেইজে।
আরইউ/এসএ/
