মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন ২৪ জন রোহিঙ্গা শরণার্থী। পরবর্তী সময়ে আরও রোহিঙ্গা যাবেন সেখানে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এসব রোহিঙ্গা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন। তারা সেখানে পুনর্বাসিত হবেন।
চলতি সপ্তাহে বাংলাদেশ সফর করেন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক ব্যুরোর সহকারী সচিব জুলিয়েটা ভালস নয়েস।
তার সফরের পরই বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের বিষয়টি চূড়ান্ত হয়।
প্রতি বছর ৩০০-৮০০ রোহিঙ্গা শরণার্থীকে নেবে যুক্তরাষ্ট্র সম্প্রতি এমন তথ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, তবে এ সংখ্যা খুবই সামান্য। আমরা পুনর্বাসনের পরিবর্তে প্রত্যাবাসনকেই জোর দিতে চাই।
ইংল্যান্ড থেকে তাঁর সফরসঙ্গী হিসেবে স্ত্রী, তিন সন্তানসহ ৯ জন আসছেন। ছবি: সংগৃহীত
পুরো বাংলাদেশ এখন হামজা চৌধুরীর অপেক্ষায়। ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকায় না এলেও তাঁর আগমন নিয়ে আগ্রহের কমতি নেই। আগামীকাল শেফিল্ড ইউনাইটেডের হয়ে দুপুরে ম্যাচ খেলে রাতেই বাংলাদেশের বিমান ধরবেন হামজা। পরদিন সকাল ১১টা ৪০ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এই মিডফিল্ডার।
এর আগেও বাংলাদেশে এসেছেন হামজা, তবে এবারের আগমন বিশেষ। লাল-সবুজের জার্সিতে যে প্রথমবার মাঠ মাতাতে আসছেন তিনি। ইংলিশ ফুটবলে বেড়ে ওঠা এই তারকার আগমনে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সোমবার সিলেটে নেমে সরাসরি হবিগঞ্জে গ্রামের বাড়িতে যাবেন হামজা।
ইংল্যান্ড থেকে তাঁর সফরসঙ্গী হিসেবে স্ত্রী, তিন সন্তানসহ ৯ জন আসছেন। ঢাকা থেকে শিলং সফরে হামজার সঙ্গী হবেন অন্তত ১৬ থেকে ১৭ জন। সিলেটে হামজাকে বরণ করতে বিমানবন্দরে থাকবেন বাফুফের কয়েকজন কার্যনির্বাহী সদস্য। তাঁরাই হামজাকে ঢাকায় নিয়ে আসবেন।
১৭ মার্চ সোমবার হামজা রাত কাটাবেন গ্রামের বাড়িতে। ১৮ মার্চ পুরো দিন সেখানেই তাঁর থাকার কথা রয়েছে। হামজা চাইলে সেদিন রাতও থাকতে পারেন হবিগঞ্জে কিংবা দিনের শেষ ফ্লাইট ধরে আসতে পারেন ঢাকায়। এটা পুরোটাই হামজার ওপর নির্ভর করছে, বলেছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম, ‘তিনি ১৮ তারিখেও আসতে পারেন, আবার ১৯ তারিখ সকালেও। এটা পুরোপুরি তাঁর ওপর নির্ভর করছে।
এ ছাড়া নিরাপত্তার ব্যাপারে এরই মধ্যে আমরা সিলেট ও হবিগঞ্জের প্রশাসনের সঙ্গে কথা বলে সব চূড়ান্ত করে রেখেছি।’
ছবি: সংগৃহীত
ঢাকায় এসেও ব্যস্ত সময় পার করতে হবে হামজাকে। ১৯ মার্চ দুপুরে টিম হোটেলে অফিশিয়াল প্রেস কনফারেন্সে গণমাধ্যমের মুখোমুখি হবেন তিনি। তার আগে সকালে দলীয় ফটোসেশন হবে। এরপর বিকেল অথবা সন্ধ্যায় অনুশীলনে নামার কথাও রয়েছে হামজার। দলের অনুশীলনের ব্যাপারটি অবশ্য নির্ভর করছে কোচ হাভিয়ের কাবরেরার ওপর। ফাহাদ করিম এ ব্যাপারে বলেছেন, ‘আমরা তো চাই হামজা এখানে এক দিন অনুশীলন করুন। এখন ক্যাম্প চলাকালীন সব সিদ্ধান্ত তো কোচের। অনুশীলন হবে, নাকি জিম সেশন হবে সেটা কোচ নির্ধারণ করবেন।’ ইংল্যান্ড থেকে ব্যক্তিগত ফিজিও নিয়ে আসার কথা জানিয়েছিলেন হামজা। কিন্তু শেষ পর্যন্ত ফিজিও আনছেন না বলেই জানিয়েছেন ফাহাদ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুর ১২ টা থেকে আগামী ১০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ডাউনলোড করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে এই প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি প্রধান ড. মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'আজ দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। আগামী মাসের (এপ্রিলের) ১০ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট অবধি প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দেওয়া রয়েছে।'
এবছর বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে ১০৩০টি আসনের বিপরীতে মোট ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ৪০২ জন। এর মধ্যে 'এ' ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩২ হাজাট ৬৫৮ টি। 'বি' ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ৪৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৩ হাজার ৭৯২টি এবং সি' ইউনিটে (ব্যবসা শিক্ষা অনুষদ) ২৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯ হাজার ৯৫২ টি।
উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় 'সি' ইউনিট এবং একই দিনে বিকেল ৩টায় 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল বিকেল ৪টায়।
বিরামপুরে মাদকসহ ১৬ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ১। ছবি: ঢাকাপ্রকাশ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চৌঠা সীমান্তে বিজিবি এক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও মালামাল জব্দ করেছে। অভিযানে ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ফেন্সিডিল ও জিরা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌঠা বিওপি’র টহল কমান্ডার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৯৬/২-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌঠা গ্রামের লিচু বাগানের মধ্যে অভিযান চালায়। এতে ১০,৮৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৫ বোতল ফেন্সিডিল এবং ১ কেজি জিরা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম নুর আলম শাহীন (৩৫), তিনি বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের বাকুন্ডা গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মালামালের সিজার মূল্য ১৬,৩৩,৫০০/- টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, আটককৃত আসামি, মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বিরামপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং মামলাটি দায়ের করা হবে।