বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী হলেন কায়কাউস

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োজিত ড. আহমদ কায়কাউস এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলপূর্বক আগামী তিন বছরের জন্য বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদমর্যাদায় ড. আহমদ কায়কাউসকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হয়ে হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োজিত ড. আহমদ কায়কাউসের চুক্তির মেয়াদ আগামী ৯ ডিসেম্বর শেষ হচ্ছে।
এনএইচবি/এমএমএ/
