রোহিঙ্গা ক্যাম্পে আগুন: ক্ষতিগ্রস্তদের ডব্লিউএফপি’র সহায়তা

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ হাজার ২০০ জন রোহিঙ্গাকে গরম খাবার সরবরাহ করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
সোমবার (১০ জানুয়ারি) ডব্লিউএফপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (৯ জানুয়ারি) রাতে কক্সবাজারের কুতুপালংয়ে ১৬ নম্বর ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া ৩২৮টি পরিবারকে (আনুমানিক ১ হাজার ৬০০ জনকে) তাৎক্ষণিকভাবে উচ্চ পুষ্টিসমৃদ্ধ বিস্কুট সরবরাহ করেছে ডব্লিউএফপি ও তার অংশীদার বাংলাদেশি এনজিও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।
কক্সবাজারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির রয়েছে উল্লেখ করে ডব্লিউএফপি জানায়, এই শিবিরে প্রায় ৯ লাখ রোহিঙ্গা বসবাস করে। বাঁশ ও ত্রিপল দিয়ে তৈরি রোহিঙ্গাদের ঘনবসতিপূর্ণ ঘরগুলোতে আগুন লাগার ঝুঁকি অনেক বেশি।
২০২১ সালের মার্চে অগ্নিকাণ্ডে ১০ হাজার ঘর পুড়ে গিয়েছিল আর বাস্তুচ্যুত হয়েছিল কমপক্ষে ৪৫ হাজার মানুষ। এছাড়া ২০২১ সালের জুলাইয়ে তীব্র বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ৪৬ হাজার রোহিঙ্গা।
আরইউ/এএস
