উচ্চ প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ, আশা জাপানের বিদায়ী রাষ্ট্রদূতের

বৈশ্বিক সংকট কেটে যাওয়ার পরে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য আড়াইহাজার বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিশেষ ভূমিকা রাখবে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। ৩ বছর ২ মাস দায়িত্ব পালনের পর আগামী সপ্তাহে বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন ইতো নাওকি।
অবকাঠামোখাতে উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকার পাশাপাশি বাংলাদেশে মানবসম্পদ উন্নয়নেও জাপান কাজ করবে জানান জাপানের রাষ্ট্রদূত।
এক প্রশ্নের জবাবে ইতো নাওকি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি।
দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে ইতো নাওকিকে বঙ্গবন্ধু উৎকর্ষ পদক দিয়ে সম্মান জানায়।
তবে সম্প্রতি তার এক বক্তব্য বাংলাদেশে সমালোচনার জন্ম দেয়। গত ১৪ নভেম্বর রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে ইতো নাওকি বলেন, আমি শুনেছি, (গত জাতীয় নির্বাচনে) পুলিশের কর্মকর্তারা আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোনো দেশে এমন দৃষ্টান্তের কথা শুনিনি।
আরইউ/এমএমএ/
