হুথি সশস্ত্র গোষ্ঠীর জাহাজ ছিনতাইয়ে বাংলাদেশের নিন্দা

সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী জাহাজ ‘রওয়াবি’ হুথি সশস্ত্র গোষ্ঠীর ছিনতাইয়ের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। জাহাজটি সৌদি আরবের একটি ফিল্ড হাসপাতালের জন্য মেডিক্যাল সামগ্রী বহন করছিল। গত ২ জানুয়ারি এই জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
সোমবার (১০) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ এই জঘন্য হামলা ইয়েমেনের যুদ্ধ-বিধ্বস্ত এলাকায় মানবিক ও ত্রাণ কাজকে বাধাগ্রস্ত করে এবং নৈতিকভাবে অযৌক্তিক এবং আন্তর্জাতিক নিয়ম ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধার সম্পূর্ণ অভাবের বহিপ্রকাশ।
বাংলাদেশ উদ্বিগ্ন যে সৌদি আরব এবং এর জোট অংশীদারদের দ্বারা পরিচালিত মানবিক ও ত্রাণ কার্যক্রমের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এই ধরনের অসংবেদনশীল এবং বেআইনি কাজগুলোর পুনরাবৃত্তি করা হচ্ছে। বাংলাদেশ বিশেষভাবে নিন্দা করে যে জাহাজটি ছিনতাইয়ের ঘটনা যা অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ও বেআইনি এবং জাহাজ ও এর ক্রুদের বিরুদ্ধে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড এটি। এই ঘটনা আন্তর্জাতিক মানবিক আইনেরও চরম লঙ্ঘন।
বাংলাদেশ ছিনতাইকারী অপরাধীদের জাহাজটি ছেড়ে দিতে এবং সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। বাংলাদেশ নীতিগতভাবে দক্ষিণ লোহিত সাগর, এডেন উপসাগর এবং আরব সাগরসহ সকল সামুদ্রিক রুটে আন্তর্জাতিক সমুদ্র আইনের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।
যে কোনো হুমকির বিরুদ্ধে সৌদি আরব এবং এর ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে বাংলাদেশ তার দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করে। বাংলাদেশ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আঞ্চলিক প্রচেষ্টার প্রতিও তার অঙ্গীকারে অটল রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরইউ/এমএমএ/
