খালেদা জিয়ার বাসার সামনের সড়কে পুলিশের চেকপোস্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনের সড়কের দুইপাশে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ চেকপোস্ট বসানো হয়।
পুলিশে জানায়, গুলশানে বিশেষভাবে নিরাপত্তার স্বার্থে খালেদা জিয়ার বাসার সামনে অতিরিক্ত টল ডিউটি বাড়ানো হয়েছে।
চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘রাত পৌনে ১১টার দিকে তিনি চেকপোস্ট বসানোর খবর পেয়েছেন। বাড়ির সামনের সড়কের দুই দিকে চেকপোস্ট বসানো হয়েছে।’
অন্যদিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে খালেদা জিয়ার বাসার রাস্তায় প্রবেশমুখে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া বর্তমানে শর্তসাপেক্ষে কারাগারের বাইরে আছেন। বর্তমানে তিনি গুলশান-২-এর ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাড়ি ‘ফিরোজায়’ থাকছেন।
জানতে চাইলে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল আহাদ বলেন, দেশে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য আমরা গুলশান এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। তা ছাড়া যেহেতু গুলশান কূটনৈতিক এলাকা সেজন্য এই নিরাপত্তার জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
কেএম/আরএ/
