দুই জঙ্গি ছিনতাইয়ে অংশ নেওয়া অমি রাফি গ্রেপ্তার

ঢাকার আদালত থেকে পুলিশের ওপর হামলা চালিয়ে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মেহেদী হাসান অমি ওরফে রাফি (২৪)। গ্রেপ্তার রাফি এ ঘটনায় করা মামলার আসামি।
বুধবার (২৩ নভেম্বর) ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার এজাহারনামীয় আসামি মেহেদী হাসান অমি ওরফে রাফিকে বিশেষ এক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার ঢাকার নিম্ন আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যান জঙ্গিরা। এদিন দুপুর ১২টার দিকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এরপর অপরাধীদের ধরতে মারতে সক্রিয় হয় সরকারের বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী এরই প্রেক্ষিতে আজ একজনকে গ্রেপ্তার করা হয়।
কেএম/এমএমএ/
